আইইডি বিস্ফোরণে গুরুতর আহত CRPF জওয়ান

author-image
Harmeet
New Update
আইইডি বিস্ফোরণে গুরুতর আহত CRPF জওয়ান

 নিজস্ব সংবাদদাতাঃ ফের আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়। জানা গিয়েছে, আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন সিআরপিএফ-এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহঃ আসলাম। পুলিশ সূত্রে, জানা গিয়েছে, পেগদাপল্লী-সুনীল পোস্টে মাওবাদীরা আইইডি স্থাপন করেছিল। বর্তমানে এএসআই বাসাগুড়ার ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ারলিফট করে উচ্চতর কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।