​নিজস্ব সংবাদদাতাঃ সারা বছর যতই পশ্চিমি কেতায় নিজেকে মুড়ে রাখি না কেন, পুজোর দিনগুলোতে কি আর জিনস-টপে সাজ হয়! তাই সেই সনাতনী সালোয়ার-কুর্তা কিংবা শাড়ির পায়েই সঁপে দিতে হয় নিজেকে। চলুন দেখি, এবার পুজোয় সালোয়ার-কুর্তার ট্রেন্ড কি?