আইডাহোর বিশ্ববিদ্যালয় হত্যা মামলা: ব্রায়ান কোহবার্গারের পরবর্তী শুনানি ২৬ জুন

author-image
Harmeet
New Update
আইডাহোর বিশ্ববিদ্যালয় হত্যা মামলা: ব্রায়ান কোহবার্গারের পরবর্তী শুনানি ২৬ জুন



নিজস্ব সংবাদদাতা: গত বছর নভেম্বর মাসে মস্কোর আইডাহোর বিশ্ববিদ্যালয়ের ৪ জনকে হত্যার মামলায় অভিযুক্ত ব্রায়ান কোহবার্গারের পরবর্তী শুনানির দিন জানালো আদালত। পরবর্তী শুনানি হবে ২৬ জুন। 

your image

বিচারক ব্রায়ানকে ২৬ জুন শুনানির আগে কোনো বন্ড ছাড়াই রাষ্ট্রীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ব্রায়ানের প্রতিনিধিত্বকারী পাবলিক ডিফেন্ডার বিচারকের কাছে শুনানির জন্য সময় চান। তার প্রেক্ষিতেই এই ঘোষণা করেছে আদালত।