সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি :অঙ্কনের মাধ্যমে চা- বাগানে কর্মরত শ্রমিকদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করল চা-বাগান কর্তৃপক্ষ। কাজ করার সময় মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ববিধি মেনে চা বাগানে পাতা তোলা, নিয়মিত হাত ধোয়া ইত্যাদি বিষয়ে চা বাগানের শ্রমিকদের সচেতন করতে দেওয়াল অঙ্কনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের ইনডং চা বাগান কর্তৃপক্ষ। চা বাগানের ফ্যাক্টরির দেওয়ালে অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ওই সকল বার্তা। করোনা বিষয়ে শ্রমিকদের সচেতন করতে চা বাগানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। শ্রমিকরা মাস্ক পরে ও শারীরিক দূরত্ববিধি মেনে চা বাগানে কাজ করছেন সেটাই তুলে ধরা হয়েছে অঙ্কনে।বাগান কর্তৃপক্ষের দাবি, শ্রমিকরা কাজে নিয়মিত ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরিতে আসার সময় ওই সকল অঙ্কন যাতে তাদের চোখে পড়ে এবং তাঁরা সচেতন হয় তার জন্যই এই উদ্যোগ। এছাড়া বাগানে যাবতীয় সরকারি স্বাস্থ্যবিধি মেনেই কাজ হচ্ছে বলে বাগান কর্তৃপক্ষ দাবি করেন।ইনডং চা বাগানের সুপারিনটেন্ডেন্ট ম্যানেজার রজত দেব বলেন, ‘চা বাগানের শ্রমিক সহ জনগণকে করোনার স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে'।