/anm-bengali/media/post_banners/tdp6NIlb8S0dzPTqADvN.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : রাতভর টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে মুজনাই নদী। নতুন করে শুরু হয়েছে পাড় ভাঙ্গন। স্বাভাবিক ভাবেই ক্ষতির মুখে পড়েছেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ও ফালাকাটা ব্লকের এলাকার বাসিন্দারা। মাদারিহাটের উত্তর রাঙ্গালিবাজনার সাধুপাড়ায় লক্ষ্য করাগিয়েছে প্রবল পাড় ভাঙ্গনের ছবি । স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, পাড় ভাঙ্গনের জেরে অনেকের কৃষিজমি, গাছপালা নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এলাকার প্রায় ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ, বাঁধ তৈরির টাকা বরাদ্দ করা হলেও এখনও কাজ শুরু করা হয়নি।গতবছর সাধুপাড়ার বাসিন্দারা চাঁদা তুলে আর্থমুভার দিয়ে নদীর চরের ওপর ক্যানেল তৈরি করে নদীর জলস্রোত ঘুরিয়ে দিয়েছিল। তাতেও পাড় ভাঙ্গন রোধ করা যায়নি। মাদারিহাটের পশ্চিম খয়েরবাড়িতে পাড় ভেঙ্গে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের কাছে চলে এসেছে মুজনাই নদী। মুজনাইয়ের পাড় ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ খয়েরবাড়ির কোণাপাড়া ও বোডোপাড়াও। গ্রামের পঞ্চায়েত জানিয়েছেন, সাধুপাড়ায় বোল্ডারের বাঁধ তৈরির জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে ৪ লক্ষ ২৯ হাজার টাকা বরাদ্দ করা হলেও বর্ষার জন্য কাজ শুরু করা সম্ভব হয়নি। স্বাভাবিক ভাবেই বেশকিছু জায়গার বহু কৃষিজমি ইতিমধ্যেই গ্রাস করেছে মুজনাই নদী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us