New Update
/anm-bengali/media/post_banners/7yK3LUk6yo4TNTcUd4N4.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের মেরিয়ন বায়োটেক দ্বারা তৈরি দুটি কাশির সিরাপ শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয় বলে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই দুটি কাশির সিরাপ হল 'AMBRONOL' সিরাপ এবং 'DOK-1 Max' সিরাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, পরীক্ষাগারে বিশ্লেষণে দেখা গিয়েছে উভয় পণ্যেই অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল দূষক হিসাবে রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us