নিজস্ব সংবাদদাতা: ফের আফগানিস্তানের রাজধানী কাবুলে বড় মাপের বিস্ফোরণ। সূত্রের খবর, বুধবার বিকেলে, আফগান বিদেশ মন্ত্রকের ভবনের কাছেই এক জায়গায় বিস্ফোরণ ঘটেছে। শুধু তাই নয়, আফগান বিদেশ মন্ত্রকের প্রধান দরজার ঠিক বাইরে বিস্ফোরণ এবং গুলি চলার আওয়া পাওয়া গিয়েছে। জানা গেছে, বিস্ফোরণের জেরে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।