নিজস্ব সংবাদদাতা: জার্মানির পশ্চিমে কোলনের কাছে লয়েটসেরাথের কয়লাখনি বন্ধে দুই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে পরিবেশবাদীদের বেশ কয়েকটি সংগঠন। প্রকল্প এলাকায় বুলডোজার ও ক্রেন রাখায় বুধবার বিক্ষোভ করেন কয়েকশ মানুষ। এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন, আটক করা হয় কয়েকজনকে।