জুন মাস থেকে পর্যটকদের ফি চালু করার পরিকল্পনা থাইল্যান্ড প্রশাসনের

author-image
Harmeet
New Update
জুন মাস থেকে পর্যটকদের  ফি চালু করার পরিকল্পনা থাইল্যান্ড প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা: থাইল্যান্ড জুন থেকে আগত বিদেশী পর্যটকদের কাছ থেকে ফি সংগ্রহ শুরু করার পরিকল্পনা করছে। বুধবার এমনটাই জানায় থাইল্যান্ডের এক মন্ত্রী। তিনি বলেন, পর্যটকদের দুর্ঘটনায় সাহায্য এবং পর্যটন অঞ্চলগুলির বিকাশের খাতে খরচার জন্য এই অর্থ বিদেশী পর্যটকদের কাছ থেকে নেবে প্রশাসন।