নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : জমিতে জল পাওয়ানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল মারপিট। মাথা ফাটিয়ে দেওয়া হয় এক ব্যাক্তির।গ্রেফতার ২। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহন ১১/১ অঞ্চলের হিজলদা এলাকায়। এলাকার বাসিন্দা কমল মহাপাত্রের সঙ্গে জল পাওয়ানো নিয়ে ঝামেলায় জড়ান চিন্ময় মহাপাত্র ও পলাশ মহাপাত্র।
ঘটনায় লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় কমল মহাপাত্রর। বর্তমানে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যাক্তি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা থানার পুলিশ।চিন্ময় মহাপাত্র ও পলাশ মহাপাত্রকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের পাঠানো হয় মেদিনীপুর আদালতে।