​নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রিতি টেলিভিশনে সম্প্রচার শুরু হয়েছে 'বালিকা বধূ ২'। যেখানে ছোট আনন্দির চরিত্রে অভিনয় করছে শ্রেয়া প্যাটেল। ধারাবাহিকের লেখক পূর্ণেন্দু শেখর জানান, এই ধারাবাহিকের গল্প তার বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন তিনি। তিনি বলেন, তার এক ঘনিষ্ঠ আত্মীয় বাল্য বিবাহের শিকার হয়েছিলেন। সেই ঘটনা তাকে অনুপ্রাণিত করেছে এই ধারাবাহিকের গল্পটি লেখার জন্যে।