​নিজস্ব সংবাদদাতা: আজ দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। ৮৩ বলে ১০৮ রান করেছেন তিনি। আজ ১২ টি বাউন্ডারি আর ১ টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন বিরাট। এরই সঙ্গে আজ সচিন তেন্ডুলকরের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ঘরের মাঠে ওডিআই ক্রিকেটে সচিনের শতরানের সংখ্যা ২০টি। তাঁর এই বিশ্বরেকর্ড থেকে মাত্র একটি শতরান দূরে ছিলেন কোহলি। আজ এই সেঞ্চুরি করেই সচিনের রেকর্ড ছুঁলেন তিনি।