​নিজস্ব সংবাদদাতা: আজ অর্থাৎ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম ওডিআই খেলতে নেমেছে ভারত। আজ গুয়াহাটিতে বর্ষাপাড়া স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দাসুন শানাকার দল। এই সিরিজে রোহিতের সঙ্গে ওপেন করেছেন শুভমান গিল। আজকের ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমান। ৫০ বলে ৫১ রান করেছেন তিনি। অন্যদিকে রোহিতও হাফ সেঞ্চুরি করেছেন আজ।