'পছন্দের' খেলোয়াড়দের অগ্রাধিকার? ক্ষোভে ফুটছেন নেটিজেনরা

author-image
Harmeet
New Update
'পছন্দের' খেলোয়াড়দের অগ্রাধিকার? ক্ষোভে ফুটছেন নেটিজেনরা

নিজস্ব সংবাদদাতা: ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে বল গড়াতে না গড়াতেই বিতর্ক। ক্ষোভে ফুটছেন নেটিজেনদের একাংশ। কারণ, ভারতের প্রথম একাদশে মঙ্গলবারের ম্যাচে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। 

সুযোগ পাননি ঈশান কিষান, সূর্যকুমার যাদবের মতো রানের মধ্যে থাকা ব্যাটসম্যানরা। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের অভিযোগ , কোচ এবং নির্বাচকদের পছন্দের পাত্র লোকেশ। তাই তাকেই বারবার সুযোগ দেওয়া হচ্ছে। কেউ কেউ মনে করছেন ভারতীয় ক্রিকেটমহলে সক্রিয় 'লবি'।