নিজস্ব সংবাদদাতাঃ সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের তারকা কুস্তিগির বজরং পুনিয়া। বাড়ি ফিরে সেই পদক স্ত্রী সঙ্গীতা ফোগতের সঙ্গে ভাগ করে নেন বজরং। পদকের সঙ্গে দুজনের একটি ছবি পোস্ট করে বজরং টুইটারে লেখেন, ‘শেষমেশ আমার অর্ধাঙ্গিনীর সঙ্গে এটা ভাগ করে নিচ্ছি। ওর নৈতিক সমর্থন আর ভালোবাসাই আমার আরও একটু বেশি ভালো করার ইচ্ছাটাকে বাড়িয়ে তোলে’। এবার সঙ্গীতা নিজে স্বামীর অলিম্পিক পদক গলায় ঝুলিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমার ব্রোঞ্জ জয়ের সফরের একটা অংশ হতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত বজরং পুনিয়া’।