নিজস্ব সংবাদদাতা: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী নয় জন বাংলাদেশিকে গ্রেফতার করল গোলাবাড়ি থানার পুলিশ। সোমবার হাওড়া স্টেশনের বাইরে থেকে দুটি গাড়ি আটক করে পুলিশ। সেই গাড়ি করেই ওই দশজন অনুপ্রবেশকারী ব্যাঙ্গালোরের উদ্দেশ্য যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ভারতে আসার জন্য এক দালালের সাহায্য নেয় তারা।