এক মাসের ছুটিতে আজাদের সঙ্গে ছিলেন তার দলের সদস্যরা: জয়রাম রমেশ

author-image
Harmeet
New Update
এক মাসের ছুটিতে আজাদের সঙ্গে ছিলেন তার দলের সদস্যরা: জয়রাম রমেশ



নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস ছেড়ে সম্প্রতি গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির সূচনা করেছেন গুলাম নবী আজাদ। তবে এবার তার দল নিয়ে তাকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। 

Ahead of Bharat Jodo entering J&K, 17 Ghulam Nabi Azad loyalists rejoin  Congress | India News - Times of India

তিনি বলেন, "গুলাম নবী আজাদের দলের সদস্যরা কংগ্রেসে ফিরে এসেছেন। তারা মাত্র এক মাসের ছুটিতে আজাদের সঙ্গে গিয়েছিলেন। আজাদকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি মোদী সরকারের সঙ্গে থাকবেন নাকি ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে থাকবেন"।