নিজস্ব সংবাদদাতা : আলিপুরে মাল্টি লেভেল কার পার্কিংয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির ভেতর কোনো অপরাধ সংগঠিত হচ্ছে কিনা তা এবার খুব সহজেই ধরা পড়বে। চালু হচ্ছে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং। সব গাড়িতেই নজরদারি চলবে পুলিশ ও পরিবহণ দফতরের। গাড়িতে থাকবে প্যানিক বটন। বিপদে পড়লে ওই প্যানিক বটন টিপলেই খবর পৌঁছে যাবে পুলিশের কাছে। ফলে অপরাধীকে হাতেনাতে ধরা আরো সহজ হবে।