বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পাঁচজন শীর্ষস্থানীয় রান-স্কোরার কারা জানেন?

author-image
Harmeet
New Update
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পাঁচজন শীর্ষস্থানীয় রান-স্কোরার কারা জানেন?

​নিজস্ব সংবাদদাতাঃ বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়কালে পাঁচজন শীর্ষস্থানীয় রান-স্কোরার কারা জানেন? এই তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। এছাড়াও এই তালিকায় পরপর রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ার ওসমান খোজা এবং মার্নাস লাবুসচেন।