New Update
/anm-bengali/media/post_banners/V9k2n7EwO6hWqvGPvT4N.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে ততই জোশীমঠের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। আর এই ফাটলের হাত থেকে রেহাই পেল না জোশীমঠের আদি গুরু শঙ্করাচার্যের নরসিংহ মন্দিরও। ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শনিবার নরসিংহ মন্দির পরিদর্শন করেন এবং মন্দির চত্বরের ফাটলগুলি পরিদর্শন করেন। পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী বলেন, জোশীমঠের ধর্মীয়, আধ্যাত্মিক ও প্রবীণতম জ্যোতিরমঠকে রক্ষা করার জন্য সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us