Hockey WC: গ্ৰুপের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া

author-image
Harmeet
New Update
Hockey WC: গ্ৰুপের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া

নিজস্ব সংবাদদাতাঃ তিনবারের চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়া ১৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ভুবনেশ্বরে হতে চলা পুরুষদের হকি বিশ্বকাপের ব্যাপারে আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়া সর্বশেষ ২০১৪ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে শিরোপা জিতেছিল, যেখানে তারা তাদের শিরোপা রক্ষা করেছিল। "আমাদের খেলোয়াড়রা এখানে আসতে পেরে সত্যিই রোমাঞ্চিত এবং টুর্নামেন্টে ভালো কিছু করে দেখানোর ব্যাপারে আমরা আশাবাদী," ভুবনেশ্বরে পৌঁছানোর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক এডি ওকেন্ডেন বলেছেন।