New Update
/anm-bengali/media/post_banners/djLUbs2r06JIGMR0pcZ0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জাপানের বায়ুসেনার সঙ্গে এবার যৌথ মহড়ায় অংশ নেবে ভারতীয় বিমানবাহিনী। জানা গিয়েছে, আগামী ১২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত জাপান এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্সের সঙ্গে অনুষ্ঠিত প্রথম 'এক্সারসাইজ বীর গার্ডিয়ান ২০২৩'-এর জন্য আইএএফ-এর একটি দল রবিবার জাপানের হায়াকুরি এয়ার বেসের উদ্দেশ্যে রওনা হবে। ভারতীয় বায়ুসেনার চারটি সুখোই-৩০ এমকেআই, দুটি সি-১৭ গ্লোবমাস্টার এবং একটি আইএল-৭৮ ট্যাঙ্কার নিয়ে অংশ নেবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us