/anm-bengali/media/post_banners/ii2cX94AHnV9l5382a7Y.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডের চাইবাসায় গিয়ে হেমন্ত সোরেনের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আদিবাসী হলেও এই সরকার আদিবাসী-বিরোধী। তাদের শাসনকালে দুর্নীতি চরমে পৌঁছেছে।' তিনি আরও বলেন, 'অনুপ্রবেশকারীরা জোর করে উপজাতীয় মেয়েদের বিয়ে করছে এবং তাদের জমি দখল করছে। আমি আজ হেমন্ত সোরেন সরকারকে সতর্ক করছি, অনুপ্রবেশকারীদের এই দুঃসাহস বন্ধ করুন। তা না হলে ঝাড়খণ্ডের মানুষ আপনাকে ক্ষমা করবে না। ভোট ব্যাঙ্কের লোভ উপজাতি কল্যাণের চেয়ে বড় হতে পারে না।'
The CM (Hemant Soren) of the state is a tribal but this govt is anti-tribal. During their tenure, corruption peaked; the time for middlemen and grabbers of tribal land come: Union HM Amit Shah, in Chaibasa, Jharkhand pic.twitter.com/91Lq2jIrdp
— ANI (@ANI) January 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us