নিজস্ব সংবাদদাতাঃ টোকিওর কাছে নারিতা বিমানবন্দর থেকে ফুকুওকাগামী একটি জেটস্টার ফ্লাইট শনিবার (৭ জানুয়ারি) মধ্য জাপানের নাগোয়ায় একটি বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর জরুরি অবতরণ করে বলে জানা গিয়েছে। এতে একজন সামান্য আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৬টার দিকে জার্মানি থেকে একটি আন্তর্জাতিক কলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে। ইংরেজিতে দেওয়া ওই হুমকিতে বলা হয়েছে, "কার্গো হোল্ডে প্রায় ১০০ কেজি বিস্ফোরক রাখা আছে।" বিমানটি সকাল ৬ টা ৩৬ মিনিটে নারিতা থেকে ছেড়ে যায় এবং সকাল ৭ টা ৪০ মিনিটে নাগোয়ার চুবু বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে ১৩৬ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন।