নিজস্ব সংবদদাতাঃ পাকিস্তানে ঘি এবং রান্নার তেলের সরবরাহ কম।পবিত্র রমজান মাসে ঘি ও রান্নার তেলের দাম আকাশচুম্বী হতে চলেছে বলে দাবি বিশেষজ্ঞদের। সূত্রের খবর, লেটার অব ক্রেডিট (এলসি) এবং পণ্য খালাসের জন্য নথি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোর অনিচ্ছার পর, উৎপাদকদের পাম তেল, সয়াবিন তেল এবং সূর্যমুখী দ্রুত শেষ হয়ে যাচ্ছে।