নিজস্ব সংবাদদাতা : ২০১৭ সালের পর বাড়তে চলেছে সম্পত্তি কর। ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়বে সম্পত্তি কর। সম্পত্তি কর অনুযায়ী, কলকাতাকে মোট ৭টি বিভাগে ভাগ করা হয়েছে বলে খবর পুরসভা সূত্রে। ২ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত বাড়বে সম্পত্তি কর।
বিলাস বহুল আবাসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে সর্বোচ্চ সম্পত্তি কর। তবে,স্ট্যান্ডে অ্যালোন ফ্ল্যাটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সর্বোচ্চ সম্পত্তি কর। এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।