হরি ঘোষ, দুর্গাপুর : আগামী দু মাসের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনকে দমকলের কর্মী নিয়োগের সঠিক তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই তালিকা সামনে এলেই প্রশিক্ষণ দিয়ে দমকলে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দক্ষিণ বঙ্গের পাঁচ জেলার আধিকারিকদের নিয়ে বৈঠকে দুর্গাপুরে এসে স্পষ্ট করলেন রাজ্যের দমকল বিভাগের ডিজি রণবীর কুমার।
বহুতল আবাসনের দমকলের ছাড়পত্রের সরলীকরণ প্রক্রিয়া চালু। ক্ষতিয়ে দেখতে দুর্গাপুরের দমকল বিভাগে শুক্রবার আসেন দমকলের ডিজি। এতদিন পর্যন্ত শিল্পশহর আসানসোল দুর্গাপুর সহ দক্ষিণ বঙ্গের পাঁচ জেলার বহুতল আবাসনের দমকল দপ্তরের ছাড়পত্রের ক্ষেত্রে বিরাট সমস্যার সম্মুখীন হতে হত। শিল্পনগরী দুর্গাপুরের শিল্প স্থাপনের ক্ষেত্রে আগে ফায়ারের ছাড়পত্র পেতে হলে কলকাতায় যেতে হত। এবার থেকে ছাড়পত্র দুর্গাপুরে মিলবে বলে জানালেন দমকল দপ্তরের ডিজি রণবীর কুমার।
শিল্পপতিদের কমিটির সদস্যরা দুর্গাপুরে শুক্রবার দমকল দপ্তরের ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন। দুর্গাপুর মহকুমাজুড়ে প্রচুর বহুতল আবাসন গড়ে উঠেছে। শপিংমল, রেস্তোরাঁ থেকে আবাসন প্রকল্প। কিন্তু এত বহুতলের ভিড় থাকলেও অত্যাধুনিক ল্যাডার যুক্ত দমকলের সুবিধা দুর্গাপুরে নেই। অসংখ্য কলকারখানাও রয়েছে দুর্গাপুরে। উঁচু উঁচু ইমারতে আগুন লাগলে সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল দপ্তরের কাছে পরিকাঠামোগত বিরাট অভাব রয়েছে। এই সম্যসাগুলিও দ্রুত সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি।