গঙ্গাসাগরে পুন্যস্নানের নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?

author-image
Harmeet
New Update
গঙ্গাসাগরে পুন্যস্নানের নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?


নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগরে পুন্যস্নান করলে পাপ নাকি ধুয়ে যায়। মৃত্যুর পর স্বর্গলাভ হয়। এমনই বিশ্বাস করেন হিন্দুরা। আসলে তাদের এই ভাবনার নেপথ্যে রয়েছে এক কাহিনী। কথিত রয়েছে, একবার রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে তাকে পাতালে বেঁধে রাখেন দেবরাজ ইন্দ্র ।


সাগর রাজ  তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি খুঁজে পেয়েছিলেন কপিল মুনির আশ্রমের পাশে। তিনি মনে করেছিলেন, কপিল মুনিই তার ঘোড়াটিকে চুরি করেন। রাজার মনের কথা জানতে পেরে কপিল মুনি রেগে যান এবং রাজাকে ভষ্ম করে দেন। এরপর রাজবংশের পরবর্তী প্রজন্ম ভগীরথ, দেবাদিদেবের প্রার্থনা করেন এবং তাকে সন্তুষ্ট করতে গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যে নিয়ে আসেন। গঙ্গার সেই পবিত্র জলস্পর্শে সাগর বংশের ভষ্মীভূত সন্তানরা নিজেদের জীবন ফিরে পান এবং তারা  স্বর্গে গমন করেন। সেই থেকেই মনে করা হয় যে গঙ্গাসাগরে ডুব দিলে নাকি স্বর্গে যাওয়া যায়।