/anm-bengali/media/post_banners/RAk6bjKO8r7FWlZropS5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুরের চুরাচাঁদপুরে চুরাচাঁদপুর মেডিকেল কলেজের উদ্বোধন করেন। সেইসঙ্গে মণিপুরের মইরাং-এ আইএনএ সদর দপ্তরে ১৭৫ ফুট লম্বা জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন অমিত শাহ বলেন, 'আমরা মণিপুরকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ মণিপুর সন্ত্রাসবাদ থেকে সম্পূর্ণ মুক্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বে উন্নয়নের পথে হাঁটছে রাজ্য।'
Union Home Minister Amit Shah and Manipur CM N Biren Singh inaugurate Churachandpur Medical College in Churachandpur, Manipur and hoist 175 feet tall National flag at INA Headquarters in Moirang, Manipur. pic.twitter.com/LIMrpEeian
— ANI (@ANI) January 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us