নিজস্ব সংবাদদাতা : গরুপাচার তদন্তে সিবিআই রেডারে সিউড়ির সমবায় ব্যাঙ্ক। ১৭৭ কোটি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। শুক্রবার সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। প্রায় ১০ কোটি কালো টাকা সাদা করার অভিযোগ সিবিআইয়ের।
তদন্তের স্বার্থে গঠন করা হয়েছে ব্যাঙ্ক বিশেষজ্ঞদের কমিটি। একাধিক ভুয়ো অ্যাকাউন্টে একই ব্যক্তির সই বলে সন্দেহ প্রকাশ করেছে সিবিআই। পরীক্ষা করতে নেওয়া হচ্ছে হাতের লেখার বিশেষজ্ঞদের সাহায্য। সমবায় ব্যাঙ্কের পেন ড্রাইভ সংগ্রহ করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ভুয়ো অ্যাকাউন্টের নথি।