মেলা শুরুর আগে গঙ্গাসাগরে আঁটোসাঁটো নিরাপত্তা

author-image
Harmeet
New Update
মেলা শুরুর আগে গঙ্গাসাগরে আঁটোসাঁটো নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগর মেলা শুরুর আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সাগর চত্ত্বর। ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। নজরদারির জন্য বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। বাবুঘাট থেকে সাগরদ্বীপ পর্যন্ত ১১০০ সিসিটিভি বসানো হয়েছে। এছাড়াও নজরদারি চলবে জলপথেও। সিসিটিভির পাশাপাশি থাকছে ড্রোনও।

আকাশপথে ও স্পিড বোটের সাহায্যে চালানো হবে নজরদারি। মেলা চত্ত্বরে থাকছে হাইটেক মেগা কন্ট্রোল রুম, যেখানে ৫২টি LED টিভি ও ১টি সুবিশাল LED স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হবে। এবছরই পুন্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের বিশেষ শংসাপত্র। যাতায়াতের সুবিধার্থে ২ হাজার ৭৫০টি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি, ৪টি বার্জের ব্যবস্থা রাখা হয়েছে। বারাণসীর ধাঁচে এবার গঙ্গাসাগর মেলাতেও থাকছে বিশেষ আরতির ব্যবস্থা।