১১ তম রাউন্ডের পরও স্পিকার নির্বাচন হল না

author-image
Harmeet
New Update
১১ তম রাউন্ডের পরও স্পিকার নির্বাচন হল না


নিজস্ব সংবাদদাতা: মার্কিন হাউস স্পিকার নির্বাচন প্রক্রিয়া ক্রমশই জটিল হয়ে উঠছে। ১১ তম রাউন্ডের পরও স্পিকার নির্বাচন করা যায়নি। ১১ তম রাউন্ডের পরও হাকিম জেফ্রিজ ২১২ টি এবং কেভিন ম্যাকার্থি ২০০ টি ভোট পেয়েছেন। 

your image

বর্তমানে ফের স্পিকার নির্বাচন মুলতুবি করা হবে কিনা তা নিয়ে ভোট দিচ্ছে হাউস। এই প্রস্তাবটি পাস করতেও ২১৮ টি ভোটের প্রয়োজন রয়েছে।