নিজস্ব সংবাদদাতা: ভারতে আগামী তিনদিন জাঁকিয়ে শীত পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশার দাপটও থাকতে পারে। আজ ৫ জানুয়ারি ভারতীয় রেল ৩৩৩টি ট্রেন বাতিল করেছে, যার মধ্যে ২৯৩টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং ৪০টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে।
এছাডা়ও ১৯টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রেল আরও জানিয়েছে যে ১৭ ট্রেনের সময়সূচিও পুনর্নির্ধারণ করেছে। কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় এসব ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।