হরি ঘোষ, দুর্গাপুর: অবসরপ্রাপ্ত এক সেনা জওয়ানকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। জয়দেব স্বর্ণকার নামে ওই আহত সেনা জওয়ান গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। জয়দেব বাবুর সাথে আরো এক ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন।
গতকাল দুর্গাপুর স্টেশন লাগোয়া গ্যামনব্রিজ এলাকায় কল্পতরু মেলায় অবসরপ্রাপ্ত এই সেনা জওয়ান, তার স্ত্রী ও এক বন্ধুকে নিয়ে মেলা সাইকেল স্ট্যান্ডে গাড়ি রাখার পর মেলায় ঢোকেন, মেলা থেকে বেরিয়ে গাড়ি নেওয়ার সময় আচমকা সাইকেল স্ট্যান্ডের লোকজন ঝাঁপিয়ে পড়ে ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের ওপর, দু-এক কথা হতে হতে লাঠি সোটা নিয়ে দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে জয়দেব স্বর্ণকারের ওপর। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের বন্ধু ও তার স্ত্রী। মুখে, বুকে, মাথায় আঘাত লাগায় তিনজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।সাইকেল স্ট্যান্ডের কর্মীরা মদ্যপান করছিল, সেই সময় এই অন্যায়ের প্রতিবাদ করাতে এই মারধর বলে অভিযোগ।