নিজস্ব সংবাদদাতা : ড্রেন পরিষ্কারের সময় উদ্ধার হল একনলা একটি বন্দুক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মায়াবাঁধ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরকর্মীরা ড্রেন পরিষ্কারের সময় প্রথম দেখতে পান প্লাস্টিকে মোড়া বন্দুকটি।
তারা জানান, স্ল্যাবের নীচে ভারী কোনও ধাতব জিনিস হাতে লেগেছিল। প্রথমে ইট ভেবেছিলেন। পরে চক্ষু চরকগাছ হয়ে যায় তাদের। স্থানীয়দের একাংশের দাবি, উদ্ধারীকৃত বন্দুকটি পাখি শিকার করার বন্দুক। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে।