নিজস্ব সংবাদদাতা : হাইকোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার করলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবারই তাকে আবেদন প্রত্যাহারের সুযোগ দেয় আদালত।কল্যাণময়ের জামিনের আবেদন প্রত্যাহার নিয়ে ইচ্ছাপ্রকাশের কথা হাইকোর্টে জানানো হয়।
জামিনের আবেদন প্রত্যাহার না করলে খারিজ করা হবে বলে মৌখিক পর্যবেক্ষণে জানিয়েছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। সেই মতোই বৃহস্পতিবার জামিনের আবেদন প্রত্যাহার করলেন কল্যাণময়।