নিজস্ব সংবাদদাতা : আবাস দুর্নীতির অভিযোগের তদন্তে বৃহস্পতিবার সকালেই রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। তদন্তের স্বার্থে ২ টি জেলায় যাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের ৬ সদস্যের কেন্দ্রীয় দল। অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর ও মালদায় যাওয়ার কথা তাদের।
এদিকে, রাজ্যের সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রতিনিধি দলকে বাংলায় স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'গরিবদের বঞ্চনাকারী চোরদের জেলে যাওয়া উচিত।' পাল্টা তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, 'সব রাজনৈতিক পর্যটক।'