New Update
/anm-bengali/media/post_banners/8lyveuDLUkyYVh1bnTGv.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ বুধবার দুপুরে কোচবিহার সাগরদিঘী স্নান করতে নেমে তলিয়ে গেল ২৬ বছরের এক গাড়ির চালক। মৃত যুবকের নাম শিন্টু দাস, বাড়ি নিউ কোচবিহার এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে, সাগরদিঘির এসবিআই ঘাটে স্নান করতে নামে যুবক। সাঁতার কাটতে কাটতে সাগরদিঘীর মাঝামাঝি জায়গায় পৌঁছে যায় সে। তারপর দুইবার মাত্র হাত দেখা গেছে। আর দেখা যায়নি তাকে। সাগরদিঘীতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পৌরসভার বেশ কয়েকজন কর্মী কাজ করছিলেন। তারাও জলে নেমে বাঁচানোর চেষ্টা করলেও পৌঁছতে পারেনি মধ্য সাগরদিঘী পর্যন্ত। তাদের কথায় বর্ষার কারণে প্রচুর জল বেড়েছে সাগর দিঘিতে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় সিভিল ডিফেন্স। তারা স্পিড বোর্ড এর মাধ্যমে সাগরদিঘির তল্লাশি চালাচ্ছে। শেষ পাওয়া খবরে পর্যন্ত এখনো দেহ উদ্ধার হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us