হরি ঘোষ, দুর্গাপুর : ঘরে জামা কাপড় রাখার ট্রাঙ্কের ভেতর থেকে উদ্ধার হয়েছিল মহিলার দেহ। চাঞ্চল্য ছড়িয়েছিল দুর্গাপুরে। তদন্তে নেমে পুলিশ পলাতক মৃতার স্বামীকে ৭ দিনে মধ্যে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে পেশ করলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। গত ২৭ ডিসেম্বর রাতে শেষ বার দেখা গিয়েছিল দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি পাওয়ার হাউস বস্তির বাসিন্দা বছর ২৬ এর রেখা মন্ডলকে। ২৯ তারিখ সন্ধে গড়ালেও রেখার খোঁজ না পাওয়ায়, বেনাচিতি বাজারের শালবাগান রোডের একটি কাপড়ের দোকানে কাজ করতো বলে পাড়া পড়শীরা ভেবেছিল হয়তো কাপড়ের দোকানে কাজের চাপে ঘরে ফিরতে পারেনি রেখা। কিন্তু রাত্রি পর্যন্ত রেখা ঘরে না ফেরায় শুরু হয় খোঁজাখুজি, কাপড়ের দোকান থেকেও বলা হয় রেখা দোকানে আসেনি। এরই মধ্যে রেখার বাড়ি থেকে গন্ধ আসতে শুরু করে, কিন্তু ঘরে ট্রাঙ্ক এর সামনে থেকে দুর্গন্ধ আসাতে সন্দেহ হয় স্থানীয়দের।
ট্রাঙ্ক খুলতেই রেখার মৃতদেহ দেখতে পায় সবাই। সাথে সাথে দুর্গাপুর থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। রেখার স্বামী সুভাষ মন্ডল পেশায় রাজমিস্ত্রি, সে পলাতক ছিল। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে মৃতার স্বামীকে গ্রেফতার আজ বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।