নিজস্ব সংবাদদাতা : এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ উঠলো। অধ্যক্ষদের একাংশেরই অভিযোগ, জেলে বসেই নাকি তিনি অধ্যক্ষদের সংগঠন চালাচ্ছেন। অধ্যক্ষদের সংগঠনের সভাপতি পদ থেকে সুবীরেশের ইস্তফার দাবি তোলা হয়েছে।গত ১৯ সেপ্টেম্বর সিবিআইয়ের হাতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন সুবীরেশ। তার পদত্যাগ চেয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা অধ্যক্ষদের।
এই ঘটনাকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, 'জেলে থেকেও জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বেচারা সুবীরেশের কী দোষ?' এদিকে তৃণমূলের তাপস রায়ের বক্তব্য, 'জেলে বসে কিছু করা যায় কিনা তা জানা নেই।'