New Update
/anm-bengali/media/post_banners/uv5x11SBfWarNMxTsHD9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। টপ ও মিডল অর্ডারে ঈশান কিষান এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। লোয়ার মিডল অর্ডারে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন দীপক হুডা। তার ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভারে ১৬২/৫ রান করেছে টিম ইন্ডিয়া। দীপক নিজে করেছেন ২৩ বলে অপরাজিত ৪১ রান। যোগ্য সঙ্গত দিয়েছেন অক্ষর প্যাটেল, ২০ বলে করেছেন অপরাজিত ৩১ রান।
5⃣0⃣-run stand! 👏 👏
A quickfire half-century partnership between @HoodaOnFire & @akshar2026 👍 👍
Follow the match ▶️ https://t.co/uth38CaxaP#INDvSLpic.twitter.com/gJAxwL6j2r— BCCI (@BCCI) January 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us