New Update
/anm-bengali/media/post_banners/Upws8o1pXrB7mikDuosF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০ ম্যাচে খেলতে নেমেছে 'নতুন' ভারত। ওপেন করতে নেমেছেন ঈশান কিষান এবং শুভমন গিল। শুভমন মাত্র ৭ রান করে ফিরে গিয়েছেন সাজঘরে। ক্রিজে রয়েছেন ঈশান। শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে তার আক্রমণাত্মক ব্যাটিং দেখে উচ্ছ্বসিত নেটিজেনদের অনেকেই। ৫.১ ওভারে ভারতের স্কোর ৩৮/২ । ১৬ বলে ২২ রান করে এখনও অপরাজিত ঈশান।
Brilliant shot by Ishan Kishan 👏#INDvsSL#INDvSL#IshanKishanpic.twitter.com/IhAMQd4703
— Gaurav Singh (@RakeshBohat5) January 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us