৯৫ জনকে সাক্ষীর সাক্ষ্য কবে নেওয়া গহবে প্রশ্ন অনুব্রতর আইনজীবীর

author-image
Harmeet
New Update
৯৫ জনকে সাক্ষীর সাক্ষ্য কবে নেওয়া গহবে প্রশ্ন অনুব্রতর আইনজীবীর

নিজস্ব সংবাদদাতা: অনুব্রতের আইনজীবী কপিল সিব্বল আদালতে প্রশ্ন করেন,‌ এই মামলায় মোট ৯৫ জনকে সাক্ষী হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৩৩ জনের বয়ান নেওয়া হয়েছে। বাকিদের সাক্ষ্য কবে নেওয়া হবে? অনুব্রত ১৪৫ ধরে জেলে রয়েছেন। একই মামলায় বিএসএফ অফিসার সতীশ কুমার-সহ অন্যতম অভিযুক্তরা তো জামিন পেয়ে গিয়েছেন।