প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে বামেদের বিক্ষোভ

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে বামেদের বিক্ষোভ


হরি ঘোষ, জামুড়িয়া:
প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতিতে স্বজনপোষণ ও প্রকৃত ঘর প্রাপকরা কেন বঞ্চিত, প্রশ্ন তুলে জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি সিপিআইএমের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামুড়িয়ার সিপিআইএমের উচ্চ স্থানীয় নেতৃত্বরা। মঙ্গলবার সিপিআইএম নেতা কাজল বাউরী, সুকুমার সঙ্গুই, তাপস কবি ও মনোজ দত্ত। সিপিআইএমের দাবি, বিধানসভার দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপক দুর্নীতি হয়েছে। যাদের পাকা বাড়ি এমনকি দোতলা বাড়ি রয়েছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন। অনেকের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় নথিভুক্ত রয়েছে। অথচ যে সমস্ত গরিব মানুষ মাটির ঘরে রয়েছে তারা এখনো বঞ্চিত। দ্রুত বঞ্চিত গরিব মানুষদের ইন্দ্রাবাস যোজনায় নাম নথিভুক্ত না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন বামেরা।
 সিপিআইএম নেতা কাজল বাবু জানান, 'জামুড়িয়ার বিডিও জিসানু দে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।' এই বিষয় নিয়ে জামুড়িয়ার বিডিওকে ফোনে যোগাযোগ করা হলে কোন উত্তর পাওয়া যায়নি।