স্বাধীনতা দিবসে বলিউডের কিংবদন্তী তারকারা জুটি বাঁধছেন

author-image
Harmeet
New Update
স্বাধীনতা দিবসে বলিউডের কিংবদন্তী তারকারা জুটি বাঁধছেন

​নিজস্ব সংবাদদাতাঃ সামনেই আসছে স্বাধীনতা দিসব। এইবছর ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বলিউডের কিংবদন্তী তারকারা একটি জাতীয়তাবাদী মিউজিক ভিডিওর জন্যে জুটি বাঁধছেন। মিউজিক ভিডিওটির নাম 'হাম  হিন্দুস্তানি' (Hum Hindustani)। এই গানে লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন, সনু নিগম, অলকা ইয়াগনি, কৈলাশ খের প্রমুখরা গলা মেলাবেন। এছাড়াও থাকছেন নতুন প্রজন্মের শ্রদ্ধা কাপুর, সনাক্ষী সিনহা, শ্রুতি হাসান প্রমুখরা।