New Update
/anm-bengali/media/post_banners/qgAqqrhpY45HYXGICWs8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রঞ্জি ট্রফিতে ইতিহাস রচনা করলেন জয়দেব উনাদকাট। নিজের প্রথম ওভারেই করলেন হ্যাটট্রিক। দিল্লির বিরুদ্ধে কার্যত বুলডোজার চালিয়েছেন সৌরাষ্ট্রের অধিনায়ক। প্রথম ওভারে নিয়েছেন ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও যশ ধুলের উইকেট। ১২ বছর পর জাতীয় দলে কামব্যাক করেছেন জয়দেব। নিজেকে নতুন করে তুলে ধরেছেন ২২ গজে। ঘরোয়া ক্রিকেটের সেই ফর্মে তিনি ধরে রাখলেন দিল্লির বিরুদ্ধে ম্যাচেও।
Five-wicket haul for Unadkat including a hat-trick: 2-0-5-5 against Delhi.
— Johns. (@CricCrazyJohns) January 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us