New Update
/anm-bengali/media/post_banners/FB187ayBiEGFhVuTH7Pc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় সেনাবাহিনীতে নজিরবিহীন ঘটনা। এবার সিয়াচেনে সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হল প্রথম মহিলা অফিসারকে । ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের তরফে জানানো হয়েছে, ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস অফিসার ক্যাপ্টেন শিব চৌহান প্রথম মহিলা অফিসারকে সিয়াচেন হিমবাহের কুমার পোস্টের সর্বোচ্চ ব্যাটলগ্রাউন্ডে অপারেশনালভাবে নিযুক্ত করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us