New Update
/anm-bengali/media/post_banners/S18mM5kX75GiA2ritoQS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী দিনে একাধিক বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে রবিবারের বৈঠকে বিশ্বকাপ ২০২৩-এর কথা মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপের পরেও হতে পারে কিছু বদল। জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আসন্ন বিশ্বকাপের পরে হয়তো টিম ইন্ডিয়ার কোচ বদল হতে পারে। রাহুল দ্রাবিড়ের জায়গায় ভিভিএস লক্ষ্মণের দিকে পাল্লা ঝুঁকতে পারে বলে মনে করা হচ্ছে।
BCCI is taking right steps. #BCCI@BCCI#IndianCricketTeam#Cricketpic.twitter.com/RXJwNZnHMb
— Sports Sansar (@SportsSanshar) January 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us