হাইড্রোলিক সিস্টেমের বিপত্তির জেরে দিল্লিতে ফিরল ইন্ডিগোর বিমান

author-image
Harmeet
New Update
হাইড্রোলিক সিস্টেমের বিপত্তির জেরে দিল্লিতে ফিরল ইন্ডিগোর বিমান

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকালে ফুকেত যাওয়ার পথে ইন্ডিগোর একটি বিমান হাইড্রোলিক সিস্টেমের বিপত্তির জেরে দিল্লি বিমানবন্দরে ফিরে আসে। 



বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ৬টা ২৫ মিনিটে থাইল্যান্ডের ফুকেতের উদ্দেশে দিল্লি থেকে পাড়ি দিয়েছিল এ৩২০ নিও বিমানটি। কিছুটা যাওয়ার পরেই হাইড্রোলিক সিস্টেমের ত্রুটি হয়। ফলে, সকাল ৭টা ২০ মিনিটে দিল্লির বিমানবন্দরে ফিরে আসে বিমানটি।