নাবালিকা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার যুবককে তোলা হল আদালতে

author-image
Harmeet
New Update
নাবালিকা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার যুবককে তোলা হল আদালতে

দিগ্বিজায় মাহালী, পশ্চিম মেদিনীপুর : নাবালিকার আত্মহত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকার। জানা গিয়েছে, গত ২৭ ডিসেম্বর নিজের বাড়িতে একাদশ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পুলিশ তদন্তে  নেমে রবিবার রাতে শহরের মির্জাবাজার এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে কোনও কারণে ফাটল ধরে। তারপরই নিজের বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই নাবালিকা। 



নাবালিকার পরিবার জানিয়েছে, ওই দিন রাত্রে খাওয়ার সময় ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে মেয়েকে দেখতে পায় গলায় ফাঁস লাগানো অবস্থায়। খবর যায় কোতোয়ালী থানায়।পুলিশ উদ্ধার করে নাবালিকাকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই ওই নাবালিকার ফোন ঘেঁটে একাধিক কল রেকর্ড ও মেসেজ দেখতে পান পরিবারের লোকজন। তাতে দুজনের মনোমালিন্যের তথ্য পান। পরিবারের অভিযোগ, ওই যুবকই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। এফআইআর-এ ব্ল্যাকমেলিং, আত্মহত্যার প্ররোচনা, শ্লীলতাহানির মতো প্রভৃতি অভিযোগ করেন। ওই যুবক গ্রেফতার না হওয়ায় রবিবার কোতোয়ালী থানার সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ওই দিনই রাতে যুবককে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ। সোমবার আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।